
এই বন কার জানি ব’লে মনে হয়।
বুঝি বাড়ি তার ঐ গাঁয়ে নিশ্চয়;
জানবে না সে তো দেখছি দাঁড়িয়ে আমি
বন তার হ’ল এখন তুষারময়।
ঘোড়াটা ভাবছে ব্যাপার চমৎকার।
খামার ছাড়াই কী যে লাভ থামবার,
বন আর এই জমাট হ্রদের মাঝে
আজকের সন্ধ্যা সবচে’ অন্ধকার।
ভুল হয়ে গেছে ভেবে সে শব্দ ক’রে
নাড়ায় ঘুন্টি, এবং বনের ‘পরে
শুধু আরেকটি শব্দ যাচ্ছে শোনা:
হাল্কা বাতাসে বরফের কুচি ঝরে।
কাজল গভির এ-বন মধুর লাগে,
কিন্তু আমার ঢের কাজ বাকি আছে।
যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে,
যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে।